Mar 28, 2023
ডাটা এবং ইনফরমেশন বলতে কি বুঝায়?
কোন একদিন আমি আমার লিংকডইন প্রোফাইল ঘাটতে ঘাটতে পাশের ওই স্ক্রীনশট এর দিকে চোখ পড়ে যায়। তখনই আমি সিদ্ধান্ত নেই যে, অন্তত Data এবং Information সম্পর্কে বেসিক জ্ঞান দেওয়ার জন্য হলেও আমি লিখব। আমার এই লেখা শুধু তাদের জন্য যারা Data এবং Information সম্পর্কে বেসিক ধারনা রাখতে চান।