কম্পিউটার এর সংজ্ঞা। এবং এর প্রধান বৈশিষ্ট।

[vc_row][vc_column][vc_column_text]

কম্পিউটার কি?

ইংরেজী “Computer” শব্দটি গ্রীক “Compute” শব্দ হতে এসছে, যার অর্থ “To Calculate” বা ”হিসাব করা”। অতঃপর মানুষ সাধারনভাবে Computer কে হিসাবকারী যন্ত্র হিসেবে বিবেচনা করে থাকে, যা কোন গানিতিক ক্রিয়াকলাপ দক্ষতার সাথে ও দ্রুততার সাথে নির্ভুলভাবে করে থাকে। যদিও কস্পিউটার আবিস্কারের মূল উদ্দেশ্যই ছিল গননা কার্য সম্পাদন করা তথাপি বর্তমানে Computer কে সই যন্ত্র হিসেবে ধারনা করা হয় যা Data বা উপাত্ত নিয়ে কাজ করে থাকে। বর্তমানে Computer  দিয়ে শতকরা ৮০ ভাগ Data Processing বা উপাত্ত প্রক্রিয়াকরণের কাজ করা হয়ে থাকে। এজন্য Computer কে Data Processor বলা হয়ে থাকে কারন তা Data বা উপাত্ত সঞ্চয় করতে (Store), প্রক্রিয়াকরণ (Process) করতে এবং যৌক্তিক উপায়ে ব্যবহার করতে পারে।

Data Processor নামটি ব্যাপক সমাদৃত কারন আধুনিক Computer শুধুমাত্র গননা বা হিসাব কার্যে সীমাবদ্ধ নয়, আধুনিক Computer বিভিন্ন ধরনের উপাত্ত বা Data নিয়ে অনেক জটিল থেকে জটিলতর কাজ করে থাকে।

একটি উদাহরন দিয়ে বিষয়টি পরিস্কার করা যাক।

ধরা যাক, কোন একটি প্রতিষ্ঠানের এক ঝাঁক কর্মী নিয়োগ করা হবে। এক্ষেত্রে স্বাভাবিকভাবে অসংখ্য CV জমা পড়বে, এমন যদি হয় সকল CV একটি নির্দিষ্ট ক্রমানুসারে সাজাতে হবে সেক্ষেত্রে Data Processor কি করবে?

১. বিভিন্ন ধরনের উৎস হতে উপাত্তসমূহ সংগ্রহ করবে।

২. সকল উপাত্ত সমূহ একীভূত (Merge বা সকল উপাত্তের মিশ্রন প্রস্তুত করা) করবে।

৩. পরিশেষে Sort অর্থাৎ ধারাবাহিকভাবে বিভিন্ন আকারে সজ্জিক করে ফলাফল প্রদর্শন করবে (Sort করবে)।

এখানে লক্ষ্যণীয় যে এক্ষেত্রে Computer কে কোন প্রকার গাণিতিক কাজ করতে হচ্ছে না। কাজেই আধুনিক Computer কে Data Processor বললে কোনক্রমে অযৌক্তিক কিছু বলা হবে না।

যাই হোক যদি সংজ্ঞা দিতে হয় তবে:-

Google Search অনুসারে কম্পিউটারকে নিম্নরূপে সংজ্ঞায়িত করা যায়:

“An electronic device for storing and processing data, typically in binary form, according to instructions given to it in a variable program.”

 অক্সফোর্ড ডিকশনারী অনুসারে কম্পিউটারকে নিম্নরূপে সংজ্ঞায়িত করা যায়:

“Electronic device for storing, analyzing and producing information, for making calculation, or controlling machine”

কাজেই বলা যায়:

“Computer is an electronic device that receives input, stores or process the input according to user instructions & provide output in desire format.”

অর্থাৎ, কম্পিউটার একটি ইলেক্ট্রনিক ডিভাইস যা Input (Input হতে পারে Data অথবা Information) গ্রহন করে, Store করে এবং নির্দিষ্ট Instructions এর ওপর ভিত্তি করে Process করে কাংখিত বিন্যাসে ফলাফল প্রদর্শন করে থাকে।

Data Processing এর সংজ্ঞা:

Computer ব্যবহার করে উপাত্ত বা Data প্রক্রিয়াকরণ বা Process এর জন্য যে কার্যাবলী সম্পাদন করা হয়ে থাকে তাই Data Processing বা উপাত্ত প্রক্রিয়াকরণ নামে পরিচিত।

Data Processing সম্পন্ন করার জন্য মূলত Data কে তিনটি ধাপের মধ্য দিয়ে যেতে হয়ঃ

১. Input Data সংগ্রহ করা।

২. প্রাপ্ত Data কে সুনিপুনভাবে ব্যবহার করা।

৩. সর্বশেষ ফলাফল তদারিক করা এবং প্রকাশ করা।

এখানে বলতে হয় যে Data প্রক্রিয়াকরণ করে মূলত Information প্রস্তুত করা হয়ে থাকে, যাতে উক্ত ডাটা সর্বজনে গ্রহনযোগ্যতা লাভ করে।

[/vc_column_text][vc_column_text]

কম্পিউটার এর বৈশিষ্ট গুলি কি?

বিগত কয়েক দশক ধরে বিভিন্ন ধরনের কাজে Computer এর ব্যবহার এতটাই বৃদ্ধি পেয়েছে যে মানুষ Computer কে অতীব প্রয়োজনীয়, উপকারী এবং শক্তিশালী Electronic Device বা Tools হিসেবে বিবেচনা করে থাকে। এই জনপ্রিয় Electronic Device বা Tools এর নিজস্ব কিছু বৈশিষ্ট আছে যা তাকে দিয়েছে স্বতন্ত্র বৈশিষ্ট।

১.স্বয়ংক্রিয় (Automatic): স্বয়ংক্রিয় বা Automatic বলতে সেই বস্তু বা Machine কে বুঝায় যা কোন মানব হস্তক্ষেপ ছাড়াই যেকোন কাজ সঠিকভাবে সম্পন্ন করতে সক্ষম। Computer স্বয়ংক্রিয় বা Automatic কারন নির্দিষ্ট নির্দেশনা অনুযায়ী একবার কাজ শুরু করলে শেষ পর্যন্ত কোন মানব হস্তক্ষেপে এর প্রয়োজন হয় না। এখানে কিন্তু একটা বিষয় মাথায় রাখতে হবে যে, Computer স্বয়ংক্রিয় বা Automatic Machine হলেও তা কিন্তু নিজে থেকে স্বপ্রনোদিত হয়ে কোন সমস্যা খুজে বের করে নিজে থেকে সমাধান করে না। তাকে নির্দেশনা প্রদান করতে হয়। বিভিন্ন ধরনের প্রোগ্রামিং ভাষা ব্যবহার করে Computer এর বোধগম্য কোডের মাধ্যমে এই নির্দেশনা প্রদান করা হয়ে থাকে।

২.গতি (Speed): আধুনিক Computer  গুলি অত্যন্ত উচ্চ গতি সম্পন্ন যন্ত্র বা Device। সাধারন মানুষ যে কাজ করতে দিন, মাস বা বছরের পর বছর সময় নিয়ে থাকে সে কাজগুলি যেন মূহুর্তের মধ্যে করতে পারে Computer সেভাবেই প্রস্তুত করা হয়ে থাকে। মোদ্দা কথা একজন সাধারন মানুষ যে কাজ দিন-রাত মেহনত দিয়ে করে থাকে Computer সেই সকল কাজ মুহুর্তের মধ্যে করে ফেলে। Computer তার কাজের হিসেবগুলি মিলি সেকেন্ড, মাইক্রো সেকেন্ড, ন্যানো সেকেন্ড, পিকো সেকেন্ডে করে ফেলে। এমন কিছু Super Computer আছে যা, ট্রিলিয়ন-ট্রিলিয়ন গানিতিক বা যৌক্তিক কার্যাবলি কয়েক সেকেন্ড এ করে ফেলে।

৩.সঠিকতা (Accuracy): Computer গতিশীল, স্বয়ংক্রিয় এর পাশাপাশি সম্পূর্ন সঠিকভাবে কাজ করার ক্ষমতা রয়েছে। এর সঠিকতার ধাপগুলি উচ্চপর্যায়ের। তবে এটা নির্ভর করে তাকে কিভাবে নির্দেশনা প্রদান করা হচ্ছে তার উপর। Computer এর যে ভুল হয় না, তা কিন্তু নয়। তবে এটা নির্ভর করে এতে প্রদানকৃত উপাত্তের উপর এবং কিভাবে এই উপাত্ত প্রদান করা হচ্ছে তার উপর।

৪.ক্লান্তিহীনতা (Diligence): মানুষের মতো ক্ষুধা, ঘুম, ক্লান্তি Computer কে স্পর্শ করে না। এটা অবিরতভাবে ঘন্টার পার ঘন্টা অথবা তারও বেশী সময় ধরে যেকোন কাজ নির্ভুলভাবে করতে পারে। কোন প্রকার বিরক্তি, বিরতি, বিভ্রান্তি Computer কে সম্পর্শ করে না। বিরতিহীনতার পাশাপাশি Computer রুটিন অনুযায়ী কাজ করে থাকে।

৫.বহুমুখীতা (Versatility): Computer এর একটি বিস্ময়কর বিষয় হচ্ছে এর বহুমুখী ব্যবহার অর্থাৎ Computer দিয়ে যেকোন সময়ে যেকোন কাজ করা সম্ভব আবার একটি কাজ চলমান থাকা অবস্থায় অন্য এক বা একধিক কাজ করা সম্ভব। যা Multitasking নামে পরিচিত।

৬.মনে রাখার ক্ষমতা (Power of Remembering): Computer এর মনে রাখার ক্ষমতা মানব মস্তিস্কের চেয়ে অনেক বেশী। মানব মস্তিস্কের ক্ষেত্রে যেটা হয়, তা হলো একজন মানব কে কিছু মনে রাখতে হলে অনেক সময় নিয়ে তা মুখস্ত করতে হয়ে, আবার তা মনে করতে গিয়ে দেখা যায় যে অনেক সময় লাগছে, কোন কোন ক্ষেত্রে যা মুখস্ত করেছে তা আংশিক মনে করতে পারেছে, কখনও পারছে না আবার কখনও একটি মনে করতে আর একটি মনে করে ফেলছে। কিন্তু Computer এর ক্ষেত্রে তা নয়, একবার Computer Memory তে যা জমা হয়ে থাকে তা বছরের পর বছর Computer মনে রাখে এবং প্রয়োজনে একদম সঠিকভাবে তা ব্যবহার করে থাকে। মানুষ চাইলে Computer Memory হতে উপাত্ত-তথ্য সরিয়ে ফেলতে পারে সেক্ষেত্রে Computer তা পুনরায় স্মরন করতে পারে না।

৭.কোন I.Q নাই: Computer কোন যাদুকরী যন্ত্র নয়। এর নিজস্ব কোন বুদ্ধি নাই। বাহির থেকে একে নির্দেশনা প্রদান করতে হয়। যেভাবে নির্দেশনা প্রদান করা হয় ঠিক সেভাবে এটা কাজ করে থাকে। Computer কখনও নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারে না। মানব প্রদত্ত নির্দেশনার ওপর বহুলাংশে নির্ভরশীল।

৮. অনুভুতিহীন (No feelings): Computer অনুভুতিহীন। সাধারন মানুষের মতো এর কোন আবেগ, হাসি, কান্না, স্বাদ, গন্ধের অনুভুতি নাই। Computer কে যেভাবে নির্দেশনা প্রদান করা হয় সেভাবেই কর্ম সম্পাদিত হয়।

[/vc_column_text][vc_column_text]

সম্পূর্ন ভিডিওটিতে আর্টিকেলটির উপর একটি লেকচার আছে, দেখে নিতে পারেন।

[/vc_column_text][vc_video link=”https://www.youtube.com/watch?v=tN7GYqvSXxE&list=PLfaneTyQY04n-IgjO4kHKkehKeVnN5eWB&index=2″ align=”center”][/vc_column][/vc_row]

https://bitbytestory.com

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*